,

হালদায় ভেসে উঠল বিপন্ন প্রজাতির মরা ডলফিন!

হালদা নদীতে ভেসে উঠল বিপন্ন প্রজাতির মরা ডলফিন

দেশের একমাত্র মিঠাপানির হালদা নদীতে ফের ভেসে উঠল বিপন্ন প্রজাতির একটি মরা ডলফিন।

বুধবার আজিমেরঘাট এলাকায় মরা ডলফিন ভেসে ওঠার খবর পেয়ে স্থানীয়রা ডলফিনটি পাড়ে টেনে তোলেন।

স্থানীয়রা জানান, প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি লম্বা ডলফিনটির ওজন ৩৭ কেজি ৬০০ গ্রাম। ডলফিনটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল কিবরীয়া জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ কার্পজাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের জন্য বিখ্যাত হালদা নদীতে মরা ডলফিন ভেসে উঠেছিল। সেবার ১৮টি ডলফিন মারা যাওয়ার তথ্য রয়েছে আমাদের কাছে।

এর পর এটি প্রথম মরা ডলফিন ভেসে উঠল, যা অত্যন্ত উদ্বেগের। বিশেষ করে মা-মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য।

হালদা নদীতে অবাধে চলছে জাহাজ। যা মা-মাছ, ডলফিন ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর বলে মনে করছেন হালদা বিশেষজ্ঞরা।

গত তিন দিন হালদা নদী পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে পণ্য বোঝাই জাহাজ (লাইটার) চলাচল বেড়ে গেছে।

ভাটার সময় পানি কমে যাওয়ায় এ ধরনের জাহাজ চলাচল মা-মাছ, ডলফিনসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। যে ডলফিনটি মারা গেছে সেটি আঘাতজনিত কারণে মারা গেছে বলে হালদা বিশেষজ্ঞরা ধারণা করছেন।

এই বিভাগের আরও খবর