,

সৌম্যের সেঞ্চুরিতে উড়ে গেল জিম্বাবুয়ে

প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকারের অপরাজিত সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে পরাজিত করেছে বিসিবি একাদশ।

শুক্রবার বিকেএসপি মাঠে বিসিবি একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ১৭৮ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১১ ওভার বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বিসিবি একাদশ।

অপরাজিত সেঞ্চুরি করলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই সৌম্য সরকার।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিনটি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে কয়েক দিন আগে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় পৌঁছায়।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী রোববার।

প্রস্তুতি ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১৭৮/১০, ৪৫.২ ওভারে (হ্যামিল্টন মাসাকাদজা ১০২, এলটন চিগুম্বুরা ৪৭। ইবাদত হোসেন ৫/১৯, মোহাম্মদ সাইফউদ্দিন ৩/৩২, মোহর শেখ ১/১৮, ইমরান আলী ১/২৮)।

বিসিবি একাদশ ১৮১/২, ৩৯ ওভারে (মিজানুর রহমান ৮, ফজলে মাহমুদ ১৩, সৌম্য সরকার ১০২*, মোসাদ্দেক হোসেন ৩৩ (রিটায়ার্ড নটআউট), আরিফুল হক ৯*। সিকান্দার রাজা ১/২১)।

ফল: বিসিবি একাদশ ৮ উইকেটে জয়ী।

এই বিভাগের আরও খবর