শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় পূর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক কৃষকের ৪৯০টি কলাগাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চিকন্দী ইউনিয়নের দক্ষিণ শৌলা গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মনির মাদবর থানায় মৌখিক অভিযোগ করেছেন।
কৃষক মনির মাদবর জানান, তিনি এ বছর এক বিঘারও বেশি জমি লিজ নিয়ে কলা চাষ করেন। ইতোমধ্যে ওই গাছে কলা ধরেছে। পূর্বশত্রুতার জের ধরে এবং জমির মালিকানা দাবি করে একই গ্রামের আফসার মাদবরের ছেলে শাকিল মাদবর ও তার সহযোগিরা শুক্রবার রাতে বাগানের ৪৯০টি কলাগাছ কেটে ফেলেন। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই কৃষক।
দক্ষিণ শৌলা গ্রামের নাজমা বেগম, ফারুক মাদবর, মো. জয়নাল ও কাশেম মৃধা বলেন, যারা কাজটি করেছে তারা জঘন্য কাজ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
তবে এ বিষয়ে শাকিল মাদবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
শাকিলের চাচা চিকন্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার আনসার মাদবর বলেন, এটা নিন্দনীয় কাজ। যে বা যারা কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
টাউন চিকন্দী পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ৪৯০টি কলা গাছ হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।