,

ভক্তের স্ত্রীকে নিয়ে ‘পালালেন’ খেতা শাহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় এক ফকিরের বিরুদ্ধে ভক্তের বাড়িতে আশ্রয় নিয়ে তার স্ত্রীসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর নামে শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত দিয়েছেন শফিকুল ইসলাম। রাত ১২টার দিকে তার অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

৬০ বছর বয়সী ফজলুলের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার হীরনপুর গ্রামে। তিনি আধ্যাত্মিক ফকির খেতা শাহ নামে পরিচিত।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় দেড় মাস আগে খেতা শাহের সঙ্গে তারাকান্দার রামপুর ইউনিয়নের টিকুরিয়া গ্রামের যুবক শফিকুল ইসলামের পরিচয় হয়। শফিকুল খেতা শাহকে গুরু মেনে ভক্ত হয়ে যান। এরপর তাকে নিজের বাড়িতে থাকতে দেন।

গত ২২ জুন শফিকুলের স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাওয়ার কথা বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর দুজনই নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শফিকুল বলেন, ‘বিশ্বাস করে খেতা শাহকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। সে বিশ্বাস ভেঙে আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন বিপদে আছি।

‘এখন এটা স্পষ্ট হয়েছে যে খেতা শাহ একজন প্রতারক। তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন।’

ওসি আবুল খায়ের বলেন, ‘খেতা শাহ ও শফিকুলের স্ত্রীকে খুঁজতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi