জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর। বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়েই নিজ বাড়ি ফেরেন। হেলিকপ্টারের ওঠানামা দেখতে স্থানীয়দের ছিল উপচে পড়া ভিড়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা হেলিপ্যাডে অবতরণ করে হেলিকপ্টারটি। হেলিকপ্টার থেকে বর সেজে নামেন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হায়দার মিয়ার ছেলে কানাডা প্রবাসী অপু সুলতান।
সুলতানের সঙ্গে বিয়ে হয় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চুর মেয়ে জিনিয়া হোসেন জেরিনের।
আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু এই বিয়েতে ব্যতিক্রমী আয়োজন করেন। বিয়েতে আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মী মিলে প্রায় তিন হাজার লোককে দাওয়াত দেয়া হয়। কারও কাছ থেকেই নেয়া হয়নি কোনো উপহার।
বাচ্চুর ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা বলেন, ‘জেরিন আমাদের পরিবারের আদরের মেয়ে। আমাদের ইচ্ছা ছিল, খুব ধুমধাম করে জেরিনের বিয়ের অনুষ্ঠান করার। সেই ইচ্ছা পূরণ হয়েছে।’
বর সুলতান বলেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল, আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। বাবার স্বপ্ন পূরণ হয়েছে।’