বিডিনিউজ ১০ ডটকম, বিনোদন: সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। এ সুসংবাদের রেশ কাটতে না কাটতেই কপিল ভক্তদের জন্য আরেকটি আনন্দের খবর ধরা দিলো।
প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। অনুষ্ঠানটি পুনরায় শুরু করার প্রক্রিয়া হাতে নিয়েছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে। শোনা যাচ্ছে, আগামী ২৫ নভেম্বর থেকে জনপ্রিয় এই কমেডি শো’টি প্রচারে আসছে।
সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু করার জন্য একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা সবাই চেষ্টা করছি ২৫ নভেম্বর শুরু করার জন্য। যদি এই তারিখটি কোনও কারণে মিস হয় তাহলে ১১ ডিসেম্বর নিশ্চিত শুরু হবে।
তবে ‘দ্য কপিল শর্মা শো’র নতুন মৌসুমে সুনীল গ্রোভার থাকছে কিনা তা জানা যায়নি।
আগামী ১২ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের জালান্ধার নামক স্থানে দীর্ঘদিনের প্রেমিকা গিন্নি ছাত্রাথের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন কপিল। বিয়ের দুইদিন পর অর্থাৎ ১৪ ডিসেম্বর হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।