,

প্রেমিকাকে পাস করাতে পরীক্ষাকেন্দ্রে নারীর সাজে প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক: কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক আর চুড়িদার পরে পরীক্ষার হলে কথিত এক যুবক। উদ্দেশ্য, প্রেমিকাকে পাস করাতে হবে। সম্প্রতি এমনি এক ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে। আর ঘটনাটি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নারীর সাজে পরীক্ষা দিতে আসলে এক যুবককে আটক ও  মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেয়ার অভিযোগে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। অভিযুক্ত ওই যুবকের নাম, আংরেজ সিং। তিনি ছদ্মবেশে আরেক পরীক্ষার্থী পরমজিৎ কৌরের নাম ব্যবহার করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়,প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাই লাল চুড়ি, টিপ, লিপস্টিক ও মেয়েদের চুড়িদার পরে পরীক্ষা দিতে যান আংরেজ। সঙ্গে নেন আইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজপত্র।

কিন্তু পরীক্ষা শুরুর আগে বায়োমেট্রিক যন্ত্রে প্রেমিকের আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সঙ্গে মেলেনি। আর এতেই ধরা পড়েন প্রেমিক আংরেজ সিং।

ধরা পড়ার সঙ্গে সঙ্গে পরমজিতের ফর্মও বাতিল করে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর