ফরচুনা ডুসেলডর্ফের জালে গুণে গুণে সাতবার বল পাঠাল ফ্রাঙ্কফুর্ট।লুকা জোভিচ একাই পাঠালেন পাঁচবার।শুক্রবার রাতে বুন্দেসলিগায় ২০ বছর বয়সী এই সার্বিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স ছাপিয়ে গেছে ফ্রাঙ্কফুর্টের ৭-১ ব্যবধানের জয়কে।সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতায় পাঁচ গোল করে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন তিনি।
২৬ মিনিটে দারুণ এক অ্যাক্রোবেটিক ভলিতে নিজের প্রথম গোলটি করেন জোভিচ। বিরতির আগমুহূর্তে দ্বিতীয়বারের মতো জালে বল জড়ান তিনি।৫৫ মিনিটে পান হ্যাটট্রিকের দেখা। জোভিচের পা থেকে বাকি দুটি গোল এসেছে ৬৯ আর ৭২ মিনিটের মাথায়।পাঁচ গোল পূর্ণ করার পর তাকে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকরা। জোভিচের এই কীর্তি ফ্রাঙ্কফুর্টের ইতিহাসেও প্রথম।ফ্রাঙ্কফুর্টের পক্ষে বাকি দুটি গোল করেছেন সেবাস্তিয়ান হলার।
এই জয়ে বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের ৮ নম্বরে ওঠে এসেছে ফ্রাঙ্কফুর্ট। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড।