,

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু শনিবার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শনিবার (২ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ ১ এপ্রিল ছিল শাবান মাসের শেষ দিন এবং পবিত্র মাস শুরু হবে আগামীকাল শনিবার (২ এপ্রিল)। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও আগামীকাল থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে।

সৌদির চাঁদ দেখা অনুসারে আফগানিস্তান, আর্মেনিয়া, অষ্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, বলিভিয়া, বুরকিনা ফাসো, ডেনমার্ক, কুয়েত, সুদানসহ আরও অনেক দেশ একই দিন থেকে রোজা পালন শুরু করে।

অন্যদিকে ওমান জানিয়েছে, ৩ এপ্রিল থেকে তাদের দেশে শুরু হবে রমজান। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইতেও ৩ এপ্রিল থেকে রোজা পালন করা হবে বলে জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi