,

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: একসময় বাংলাদেশ দলের নিয়মিত মুখ ছিলেন পেসার আল আমিন হোসাইন। কিন্তু ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরেই রয়েছেন দলের বাইরে।

এবার থানায় স্ত্রীর করা অভিযোগে আলোচনায় আসলেন তিনি।

মিরপুর মডেল থানায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) একটি লিখিত অভিযোগ দায়ের করেণ পেসার আল আমিনের স্ত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান।

তিনি বলেন, ‘ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে। ’

যৌতুক কিংবা মারধর কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এ রকমই একটি অভিযোগ দিয়েছেন আল আমিনের স্ত্রী।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi