,

কাশিয়ানীতে ‘চাল বিতরণে’ অনিয়ম; পরিষদে হট্টগোল

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম শিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চেয়ারম্যান সমর্থক, ইউপি সদস্য ও স্থানীয়দের মধ্যে হট্টগোলের সৃষ্টির হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভবিক করে।

বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কায়েম সিকদার অভিযোগ করে বলেন, ‘ইউনিয়নের মোট ৫৩০ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিফের চাল দেয়ার কথা। কিন্তু চেয়ারম্যান ও তার লোকজনের যোগসাজসে প্রত্যেককে ১০ কেজির স্থলে ৮ কেজি করে চাল দেওয়া হয়। আমি লোকজন নিয়ে চাল কম দেওয়ার প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যানের লোকজন আমার সাথে বাকবিতন্ডে জড়িয়ে পড়ে। একই অভিযোগ করেন ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য পিল্টন শিকদার।

চাল কম পাওয়া মো. জাফর শিকদার, হেনা বেগম ও রিনা বেগম জানান, ১০ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু চেয়ারম্যান সেখানে ৭/৮ কেজি করে চাল দিচ্ছেন। বাঁধা দিতে গেলে পরিষদের মধ্যে গন্ডগোল হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভূক্তভোগীরা।

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার অপূর্ব বিশ্বাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনাস্থলে অনুপস্থিত না থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি চেয়ারম্যানকে সঠিকভাবে চাল দেওয়ার কথা বলে অফিসের কাজে চলে এসেছি। কিন্তু তিনি চাল কম দিয়েছেন আমি শুনেছি।’

ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম শিকদার বলেন, ‘বালতি দিয়ে চাল মেপে দেয়া হয়তো, এক সের কম হতে পারে। তবে কিছু লোক এসে বেশি চাল নিতে গেলে আমি বাঁধা দেই। এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

কাশিয়ানী ইউএনও মো. মেহেদী হাসান বলেন, ‘আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ট্যাগ অফিসারকে ঘটনাস্থলে যেতে বলেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi