,

কানাইঘাটে একসঙ্গে ২০টি বিয়ে

সিলেট অফিস: সিলেটের কানাইঘাটে একসঙ্গে ২০টি বিয়ে সম্পন্ন হয়েছে। উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল মা’আরিফ বালিকা মাদ্রাসা সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ বিয়ে সম্পন্ন হয়।

ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের আয়োজনে ও মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট ইউকের অর্থায়নে ইসলামী শরীয়াহ মোতাবেক যৌতুকবিহীন এ গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চতুল সরুফৌদ কৌমি মাদ্রাসার মুহতমিম মাওলানা বদরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট ইউকের প্রতিনিধি মাওলানা হানিফ দুদওলা, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা ইয়াহিয়া, মাওলানা সদর উদ্দিন মকনুন ও ব্যারিস্টার মাওলানা জুনুদ উদ্দীন মাকতুম।

শনিবার আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, ১টি ছাগল, ১টি খাট ও আলনা, লেপ-তোষক ও সংসার সাজানোর জন্য উপহার সামগ্রী দেয়া হয়।

এই বিভাগের আরও খবর