-
- জাতীয়
- বিশ্ব ইজতেমার ৯৫ ভাগ প্রস্তুতি সম্পন্ন
বিশ্ব ইজতেমার ৯৫ ভাগ প্রস্তুতি সম্পন্ন
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় January, 7, 2023, 12:58 pm
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদ্যমান দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমা করছেন, আশা করি কোনো সমস্যা হবে না। বিদেশি মেহমানদের জন্য বিগত বছরের তুলনায় এবার আরও সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। প্রথম পর্বের ইজতেমা শেষে বিদেশি মুসল্লিদের থাকার জন্য হজ্ব ক্যাম্পে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ইজতেমায় নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের সাইবার ইউনিটসহ র্যাব, সেনাবাহিনী থাকবে। প্রয়োজনে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।
প্রথম পর্বে অংশ নেয়া মুসল্লিদের ১৫ তারিখ আখেরি মোনাজাত শেষে ১৭ তারিখ সকাল ১১টার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে মাঠ ত্যাগের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় জেলা প্রশাসক আনিসুর রহমান প্রশাসনের গৃহীত ব্যবস্থা ও বাস্তবায়ন নিয়ে উপস্থাপনা পেশ করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন দফতর, সংস্থা ও অধিদফতরের প্রতিনিধি, ইজতেমার দুই পর্বের আয়োজক শীর্ষ মুরুব্বিরা অংশ নেন।
আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মাওলানা জোবায়ের পন্থি মুসল্লিরা অংশ নেবেন। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে সাদপন্থী মুসল্লিরা অংশ নিবেন।
এই বিভাগের আরও খবর