জেলা প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বাজারে শীতেও মিলছে সজনে ডাঁটা। বাজারে ওঠা প্রতি কেজি সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ৩২০ টাকা। এসব সজনে ডাঁটা কোথা থেকে বাজারে আসছে জানাতে পারেননি দোকানিরা।
শহরের বাহাদুর বাজারের সবজি বিক্রেতা এনামুল হক বলেন, সপ্তাহ খানেক হলো বাজারে সজনে ডাঁটা এসেছে। শুরু থেকে এটি ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় ক্রেতারা অল্প করে নিয়ে যাচ্ছেন।
লিমন চৌধুরী নামের এক ক্রেতা জানান, অজগের (অসময়ের) সজনে সাধও বেশি, তাই দামও বেশি। শীতে মাছ দিয়ে সজনে ডাঁটা অনেক মজা। তাই আড়াইশ গ্রাম কিনেছি।
ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডা. দুলাল চন্দ্র রায় বলেন, সজনে ডাঁটার অনেক উপকারিতা রয়েছে। সজনে ডাঁটা, ফুল ও পাতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ঠাণ্ডা, জ্বর, কাশি দূর করতে সজনের তরকারি বেশ উপকারী।
তিনি আরও বলেন, দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বলে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে বেশ উপকারী। গ্যাস, বদহজম, বসন্ত, শ্বাসকষ্ট, প্রদাহজনিত রোগ, অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, লিভার ও কিডনি রোগে সজনের ব্যাপক উপকারিতা রয়েছে।