,

চাঁপাইনবাবগঞ্জে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ‘আম চোর’ সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামে বুধবার রাতে তাকে পেটানোর পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নাচোল থানার ওসি মিন্টু রহমান।

নিহত ৫৩ বছরের শুকুদ্দি জেলার গোমস্তাপুর উপজেলার গৌরীপুর গ্রামের ফাইজউদ্দিনের ছেলে।

ওসি মিন্টু রহমান জানান, বুধবার রাতে চার ব্যক্তি খান্দুরা গ্রামের জনৈক শফিকুল ইসলামের আম বাগানে ঢুকে। বাগানের পাহারাদাররা তাদের দেখে ‘চোর’ বলে চিৎকার করলে তিনজন পালিয়ে যায়। তবে শুকুদ্দিকে তারা ধরে ফেলে।

এরপর ‘আম চোর’ সন্দেহে তাকে পিটিয়ে আমবাগানেই ফেলে রাখে পাহারাদাররা। এতে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান শুকুদ্দি।

পরে স্থানীয়রা খবর দিলে সকাল ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই আম বাগানের পাহারাদার শিবগঞ্জ উপজেলার পোলাডাঙ্গা গ্রামের আসাদুজ্জামান শামীম (৩৯) ও চককির্তি গ্রামের হাসান আলী (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর