,

‘কেন্দ্রে কোনও লাইন নাই’

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ইভিএমে ভোটগ্রহণ শুরু হলেও বেলা পৌনে ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একবারে কম দেখা গেছে। তবে কয়েকটি কেন্দ্রের বাইরে ভোটারদের জটলা করতে দেখা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র অনেকটা ভোটারশূন্য দেখা গেছে। অন্যান্য কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিল নগণ্য। ওই কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার সাঈদ বলেন, ‘কেন্দ্রে কোনও লাইন নাই। দুই-একটা ভোটার দেখা যায়।’

বালাবাড়ী বিএল দ্বিমুখী উচ্চ বিদ্যারলয় কেন্দ্রচিলমারী উপজেলাতেও বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। উপজেলার বালাবাড়ী বিএল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ১১টায় পাওয়া তথ্য অনুযায়ী ২ হাজার ৫২৬ ভোটের মধ্যে ২০৫টি ভোট পড়েছে। শতকরা হিসাবে যা ওই কেন্দ্রের মোট ভোটের ৮ দশমিক ২ ভাগ।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

এই বিভাগের আরও খবর