,

‘ফাঁদে আটকাপড়া’ মেছো বাঘ বিক্রির চেষ্টা

জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ফাঁদে আটকাপড়া একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। এটি বিক্রির চেষ্টা চলছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে ওই মেছো বাঘটি কুমিল্লা সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ জানান।

উপজেলার চিকুটিয়া গ্রামের বশির আহমেদ জানান, তার মুরগির খামারে প্রায়ই হামলা করতো ওই মেছো বাঘটি। বুধবার রাতভর পাহারা বসিয়ে মেছো বাঘটি বৃহস্পতিবার ভোরে আটক করেন তিনি।

পরে স্থানীয় কিছু যুবক এসে মেছো বাঘটি নিয়ে যায়। এরপর তারা কী করেছে, সেটা তিনি বলতে পারবেন না বলে জানান বশির।

স্থানীয়রা জানায়, বশিরের কাছ থেকে নিয়ে যাওয়ার পর এলাকার কয়েকজন যুবক মেছো বাঘটি বিক্রির চেষ্টা করছিলেন। মেছো বাঘ বিক্রি হচ্ছে, এমন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

পরে সকাল ১০টার দিকে খবর পেয়ে গ্রামপুলিশ পাঠিয়ে এটিকে উদ্ধার করা হয়েছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণের ইউএনও শুভাশিস ঘোষ।

তিনি বলেন, মেছো বাঘটিকে উদ্ধারের পর প্রথমেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। মেছো বাঘটি উপজেলার রাজেশপুর এলাকার শালবনে অবমুক্ত করা হবে।

এই বিভাগের আরও খবর