জেলা প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা পাহারায় থাকবেন বলে জানিয়েছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় অর্থ উপ-কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর।
সোমবার বিকালে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের নন্দনকাননে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত শিবির চক্র সনাতন সম্প্রদায়ের দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। নগরীর সবগুলো মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মণ্ডপের নিরাপত্তায় যুবলীগ কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে।
এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় যুবলীগ ও পূজা উদযাপন কমিটির নেতাদের মধ্যে কাউন্সিলর নীলু নাগ, অ্যাডভোকেট শ্রীপতি কান্তি পাল, শিবু চৌধুরী, বিলু ঘোষ, সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।