,

দাখিলে প্রক্সি দেয়ায় ফাজিল শিক্ষার্থীর দেড় বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নীলফামারী: প্রক্সি দিতে এসে ধরা খেয়ে জেলে যেতে হলো জামিদুল ইসলাম নামে ফাজিল তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে।

চলমান দাখিল পরীক্ষায় শনিবার ইংরেজি প্রথম পত্রে আফতাবুল ইসলাম নামে অন্য এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন জামিদুল।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, ডিমলা কামিল মাদ্রাসা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দেয়ার সময় কেন্দ্র সচিব আব্দুস সাত্তারের কাছে ধরা পড়েন জামিদুল।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামিদুলকে দেড় বছর কারাদণ্ড দেন ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

এ ছাড়া নিয়মিত পরীক্ষার্থী আফতাবুল ইসলামকেও পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ওসি লাইছুর রহমান জানান, দণ্ডিত জামিদুলকে বিকেলে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি ছোটখাতা ফাজিল মাদ্রাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এই বিভাগের আরও খবর