-
- জাতীয়, দেশজুড়ে
- দুই মাসের মধ্যে সবকিছু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে
দুই মাসের মধ্যে সবকিছু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় August, 26, 2022, 7:09 pm
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) বলেছেন, আপনারা দেখেছেন বিদ্যুৎ, বাণিজ্য ও খাদ্যমন্ত্রীসহ সকলে মিলে সভা করেছেন। সবাই বলেছেন আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের সবকিছু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। কাজেই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একটা শেষ কথা শেখ হাসিনার হাতের দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান। সংসদ কার্যকর, নির্বাহী ও বিচার বিভাগ সবকিছুই চলমান আছে। সকলের বাক স্বাধীনতা আছে। তবে কোন রাজনৈতিক দলের কর্মসূচি মানবে কি মানবে না সেটা জনগণের বিষয়। গতকাল আমরা ঢাকা শহরে ছিলাম কিন্তু কোন হরতাল অনুভব করতে পারিনি।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, তবে একটা জিনিস তারা যে বিষয় নিয়ে কথা বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি এগুলো প্রধানমন্ত্রী অ্যাডজাস্ট করেছেন। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমি জানি জনগণের কষ্ট হচ্ছে। এই কষ্ট সরকারের চাপিয়ে দেওয়া কষ্ট নয়। বৃদ্ধির বিষয়টি আমাদের দেশের না। এটা বিশ্বের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসাধ্য চেষ্টা করছেন এইসব সমস্যা নিরসন করে কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এমন পদক্ষেপ নিতে।
এরআগে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর পৃথকভাবে নৌ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, মোংলা বন্দরের চেয়ারম্যান, পায়রা বন্দরের চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
-সজল সরকার
এই বিভাগের আরও খবর