,

সয়াবিনের দাম লিটারে সাত টাকা বাড়লো

নিজস্ব প্রতিবেদক: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা করে বাড়ছে। মঙ্গলবার (২৩ আগস্ট) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে জানান, বেশ কয়েক দিন আগেই তারা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়কে। সেটি আজকে থেকে কার্যকরের ঘোষণা এসেছে।

নুরুল ইসলাম আরোও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমায় আমরা দেশে আগে তো দাম কমিয়েছিলাম। এখন ডলারের দাম বেশি। ব্যাংকে আমরা পাচ্ছি না। সেজন্য দাম বাড়াতে হয়েছে। সরকারি রেটে যদি আমরা পেতাম, তাহলে বাড়াতে হতো না।’ তবে ডলারের দাম কমলে তেলের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা হবে।

নতুন দাম অনুযায়ী, ১ লিটার খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বেড়ে ১৭৫ টাকা, ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৯২ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ১ লিটার খোলা পাম তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এর আগেও ৯ জুন ৭ টাকা বাড়িয়ে ২০৫ টাকা নির্ধারণ করা হয় বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম। আরও আগে গত ৫ মে সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকা হয়েছিল। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৯৯৭ টাকা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর