,

‘ছাত্রীদের হিজাব পরতে’ বিরোধিতা করায় সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার একটি স্কুলে ছাত্রীদের হিজাব পরতে বিরোধিতার অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান।

অভিযুক্ত আশরাফুল আলম সাকোয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের কাছে ৭ আগস্ট লিখিত জবাব চায় স্কুল কর্তৃপক্ষ। ১৪ আগস্ট লিখিত জবাব দেন তিনি। পরে স্কুল পরিচালনা কমিটির কাছে জবাব সন্তোষজনক না হওয়ায় সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি বলেন, ‘সহকারী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

অভিযুক্ত আশরাফুল বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। জবাব দাখিল করে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তাতেও কোনো লাভ হয়নি, প্রয়োজনে আইনের সহায়তা নেব।’

এর আগে ছাত্রীরা বিদ্যালয়ে হিজাব পরে গেলে ক্লাসে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম তাদেরকে হিজাব পরার কারণে অসৌজন্যমূলক আচরণ করে। ক্লাসের বিষয় বাদে ব্যক্তিগত ও দলীয় আলোচনা করেন। প্রধান শিক্ষক বরাবর ২৮ জুলাই এ অভিযোগ করেন তিনজন ছাত্রী।

এই বিভাগের আরও খবর