বরিশাল অফিস: বরিশালের মেহেন্দিগঞ্জে সান্ত্বনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মুনতাকা ডিলশান ঝুমা।
উপজেলা প্রশাসন এমন তথ্যে অভিযানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। মুনতাকা প্রশাসনের কর্মকর্তাদের চিকিৎসক হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। চিকিৎসক সেজে প্রতারণার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার উলানিয়া বাজারের ওই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুন নবী।
তিনি বলেন, ‘অভিযানে ওই ডায়াগনস্টিক সেন্টারের মেডিক্যাল অফিসার মুনতাকা ডিলশান ঝুমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি চিকিৎসক হিসেবে কোনো প্রমাণ দেখাতে পারেননি। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।’
ইউএনও আরও জানান, মুনতাকাকে এক লাখ টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমারুল্লাহ উপস্থিত ছিলেন।