,

জালনোট প্রতিরোধে কাশিয়ানীতে সচেতনতামূলক কর্মশালা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জালনোট প্রতিরোধে গোপালগঞ্জের কাশিয়ানীতে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলা হলরুমে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

গোপালগঞ্জ সোনালী ব্যাংকের ডিজিএম এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচারক মো. আমিনুর রহমান, ওসি তদন্ত মোহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুরেশ বিশ্বাস, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রশান্ত কুমার মিত্র।

সোনালী ব্যাংক কাশিয়ানী শাখার ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর