কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) মাজড়ায় মাগরিব বাদ জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আম্মার মিয়া অসীমের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ জেলা জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহবায়ক মোহাম্মদ ওহিদুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সিকদার, সদস্য মোহাম্মদ সুমন মোল্যা, জেলা জাতীয় যুব সংহতি কমিটির সাধারণ সম্পাদক এম আল আমীন ইসলাম, কাশিয়ানী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন সরদার, নয়ন শেখ, সাঈদুল মোল্যা, মো. জসিম মোল্যা, এম জসিম, রবিউল ইসলাম প্রমুখ।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।