জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে আতিকুর রহমান (৪২) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার কালিশুরী ইউনিয়নের উত্তর পোনাহুড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর অবস্থায় আতিকুর রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কালিশুরী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার হানিফ ফকিরের সঙ্গে দুবাই প্রবাসী আতিকুর রহমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় হানিফ ফকিরের নেতৃত্বে ৭-৮ জন আতিকুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ঘটনার পর আতিকুর রহমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
আহত আতিকুর রহমান বলেন, বিভিন্ন সময় হানিফ মেম্বারের অপকর্মের প্রতিবাদ করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল। শনিবার স্থানীয় ইউনুস সিকদারের দোকানের সামনে আমাকে একা পেয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হানিফ মেম্বার আমাকে হত্যা করতে চায়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য হানিফ ফকির বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত না। এক অটো ড্রাইভারের সঙ্গে আতিকুর রহমানের ঝগড়া হয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, আতিকুর রহমান থানায় আসার পর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।