জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ জুন) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত¡রে হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, জেলা আওয়ামী লীগের সদস্য এম, এ খায়ের মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, আনোয়ার হোসেন আনু, , শেখ মকিমূল ইসলাম মকিম, কে এম মোরশেদ আলম প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও কটুক্তির সাথে জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।