জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে মূত্রপান করানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন হাতে পেয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বৃহস্পতিবার দুপুরে এক পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন।
তিনি বলেন, ‘বুধ এবং বৃহস্পতিবার তদন্ত করেছি। দুপুরে জেলা শিক্ষা অফিসার স্যারকে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এতে চকচান্দিরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শাহানা বেগমের বিরুদ্ধে এক ছাত্রকে তার প্রস্রাব খেতে বাধ্য করার প্রমাণ মিলেছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউসুফ রেজা বলেন, ‘তদন্ত শেষে আমাকে প্রতিবেদন দেয়া হয়েছে। এতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এরপর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার নামে বিভাগীয় মামলা হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বরখাস্ত আদেশ বহাল থাকবে। এ সময়ে তিনি বেতন-ভাতা তুলতে পারবেন না।’