জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শাসমুর রহমান মঙ্গলবার বিকেলে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামি ২৬ বছরের রাজা মিয়ার বাড়ি চাঁদপুরের মোহনপুর গ্রামে। ফতুল্লার মাসদাইর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। মঙ্গলবার সকালে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই শিশুটির পরিবার ও আসামি রাজা একই বাড়িতে ভাড়া থাকে। সে সুবাধে দুই পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্কে গড়ে ওঠে। ‘ভুক্তভোগী’ শিশুটি রাজাকে মামা বলে ডাকত।
এরই মধ্যে রোববার রাত ১০টার দিকে ভিডিও গেমের কথা বলে রাজা ভাড়াটিয়া বাসার ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে পালিয়ে যান অভিযুক্ত।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, ‘শিশুটির বাবা থানায় এসে ঘটনাটি জানালে মামলা রুজু করা হয়। মামলার পর পর অভিযান চালিয়ে আসামি রাজাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে তোলা হয়।’
পরির্দশক আসাদুজ্জামান বলেন, ‘মামলার পর গ্রেপ্তার করে আসামিকে আদালতে তুলে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।’