,

বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারায় রোববার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল্লাহ মিয়ার বাড়ি সদর উপজেলার চন্দনী ইউনিয়িনের আফড়া গ্রামে। তিনি সদরের বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ক শিক্ষক ছিলেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনতথ্য নিশ্চিত করেছেন ।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ক্লাস শেষে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিক্ষক আব্দুল্লাহ মিয়া। পথে বাগমারা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী রাজবাড়ী ডিলাক্স নামের বাসটি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাংশা হাইওয়ে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

এই বিভাগের আরও খবর