জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর বেলাবোর একটি বাড়িতে এক নারী ও তার দুই ছেলে-মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।
উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে রোববার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
নিহতরা হলেন-রাহিমা বেগম (৩৬) এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।
বিষয়টি নিশ্চিত করেছেন, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।