,

কসাইয়ের ‘ডাবল’ প্রতারণা!

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: একে তো মরা ছাগল জবাই, তার ওপর ওই ছাগলের মাংসে গরুর রক্ত মিশিয়ে বিক্রির চেষ্টা করছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক কসাই। কিন্তু তার এই প্রতারণা ধরা পড়ে যায় স্থানীয়দের কাছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে বসেই এমন প্রতারণা করছিলেন ৪০ বছর বয়সী কসাই নজরুল ইসলাম ইদু।

তিনি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনঘাট গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। প্রতারণা ধরা পড়ার পর স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে উপজেলা পরিষদের ভেতরে মরা ছাগল জবাই করার পর ওই ছাগলের গায়ে গরুর রক্ত মেখে মাংস বিক্রির সময় স্থানীয়রা দেখে ফেলে। এ সময় মরা ছাগল ও কসাইকে আটক করে উপস্থিত লোকজন থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে কসাইকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়, আর ছাগলটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওসি।

এই বিভাগের আরও খবর