জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের একমাস আগে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় মহড়া দেয় বিজিবি সদস্যরা।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থীদের আচরনবিধি নজরদারি করার জন্য মাঠে রয়েছেন। এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এই মুহুর্তে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু করার কথা নয়, কিন্তু যারা প্রচারণার প্রয়াস চালাচ্ছেন- আমরা তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করছি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণারর পর থেকে রোববার পর্যন্ত ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।