,

বাড়ি গিয়ে ঈদ করা হলো না সেনা সদস্যের

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাটে। তিনি ১০ পদাতিক ডিভিশনে পোস্তগোলায় কর্মরত ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, ইমরান ঈদের ছুটিতে মোটরসাইকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহন হন তিনি। আহত অবস্থায় তাকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে প্রাইভেটকার চালক পালিয়ে গেছেন। মরদেহ হাসপাতালে রাখা আছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর