জেলা প্রতিনিধি, জয়পুরহাট: পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি করায় জয়পুরহাট শহরের ১০ ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার বিকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৫ ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় শহরের পাঁচুর মোড় এলাকায় কেজি দরে তরমুজ বিক্রি করায় ১০ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, শহরের অন্যান্য হাটবাজারসহ উপজেলা পর্যায়েও এ ধরনের অভিযান চালানো হবে।