জেলা প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদ আলী প্রামানিক (৭২) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধার পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, রতনপুর এলাকার দোঘড়া মাঠে শ্রমিক লাগিয়ে জমির আইল ঠিক করছিলেন মুক্তিযোদ্ধা ছামেদ আলী। এ সময় জাহান আলী এবং তার দুই ছেলে বাবু ও রুহুল আমিন এসে জমির আইল কাটতে বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পযার্য়ে হাসুয়া ও রড দিয়ে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে যখম করে তারা। খবর পেয়ে পরিবারের লোক এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এসব অভিযোগ অস্বীকার করে জাহান আলী বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। জমির আইল কাটাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।