,

টুঙ্গিপাড়ায় ‘ইফতার সামগ্রী’ পেল ৫শ দরিদ্র পরিবার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫শ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) সকালে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধি সংলগ্ন সাবেক ছাত্রলীগ নেতা শেখ ওয়ালিদুর রহমান হীরার বাড়িতে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত প্রতি প্যাকেজে ছিল ২০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি ছোলা ও চিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল।এসময় অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা শেখ ওয়ালিদুর রহমান হীরা, ইসলামিক রিলিফ বাংলাদেশের মাঠ কর্মকর্তা ইসরাফিল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হীরা বলেন, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পা’র সার্বিক সহযোগিতা ও ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে উপজেলার ৫শ দরিদ্র পরিবার ইফতার সামগ্রী পেয়েছে।

এতে রোজার মাসে পরিবার গুলোর কষ্ট অনেকটা লাঘব হবে।

-সজল সরকার

এই বিভাগের আরও খবর