,

নাটোরে ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়ায় খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গম বেলোয়া গ্রামের তিনটি স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব চাল  উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলোয়া গ্রামের আকবর সরকারের ছেলে রবিউল সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে ৩৪ বস্তা এবং একই গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে আনোয়ার হোসেন ও আক্কাদুলের চায়ের দোকান থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলোয়া গ্রামের পৃথক দুই জায়গা থেকে ৪৯ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর