,

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

নিজস্ব প্রতিবেদক: কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম কমিশন সভা আজ মঙ্গলবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় ইসির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে জানা যায়, কমিশন সভায় ছয়টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা সাধারণ নির্বাচন, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং বিবিধ।

এই বিভাগের আরও খবর