,

রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম:  পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। এ সময় পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে শুরু হয়ে দামপাড়া মোড় ঘুরে মিছিলটি কাজির দেউড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি, আব্দুল আল আহাদ, সরফুদ্দিন সৌরভ, আরজু ইসলাম বাবু, এম হাসান আলী, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, মো. রাশেদ, মহসিন কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী নাঈম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ।

মিছিলে ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম ইরাক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স,  সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আরমান, আকবরশাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, হালিশহর থানা ছাত্রলীগ আহবায়ক আবদুর রহিম জিসান, সদরঘাট থানা ছাত্র লীগ আহবায়ক আজবর হোসেন রাজন, বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ, বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান, বন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান ফয়সাল, ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গোলামুর রহমান রিজান, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি ফরহাদ উদ্দিন জিতু, ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ইবান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান রাসেল, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা আনিসুর রহমান, ইউসুফ আলী বিপ্লব উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর