,

সাড়ে ৪৫ হাজার টাকায় বিক্রি হলো বাঘাইড় মাছ

জেলা প্রতিনিধি, নাটোর:  নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রায় সাড়ে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে কুষ্টিয়া এলাকার আব্দুর রহিম নামে একজন ব্যক্তি বনপাড়া বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন।

আব্দুর রহিম জানান, সোমবার রাতে কুষ্টিয়ায় পদ্মা নদীতে সঙ্গীদের নিয়ে আমি মাছ ধরতে যাই। মধ্যরাতে মাছ ধরার জন্য জাল ফেললে কিছুক্ষণ পর জালে বেশ জোরে টানাটানি শুরু হয়। জালে কোনো বড় মাছ ধরা পড়েছে বলে বুঝতে পারি। পরে জাল টেনে তুলতেই দেখতে পাই বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে মাছটি উঠালেও বিক্রি হয়নি। পরে মাছটি নিয়ে বনপাড়া বাজারে চলে আসি।

জোয়াড়ী ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস উল আলম জানান, বাজারে বড় আকারের মাছটি দেখে কেনার ইচ্ছা জাগে। পরে কয়েকজনের সঙ্গে পরামর্শের পর দাম-দর করে ১৩০০ টাকা কেজি দরে মাছটি কিনি। পরে আমি ও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ কয়েকজন মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি। ৩৫ কেজি ৪১০ গ্রাম ওজনের মাছটির মোট দাম সাড়ে ৪৫ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর