জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের আসর থেকে বর ও তার সঙ্গে আসা লোকজন পালিয়ে গেছেন।
রোববার (৬ মার্চ) উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মেহেরধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এদিন দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মেহেরধনবাড়ি গ্রামের মো. শহীদুল্লাহর মেয়ে মজিতপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর (১৪) বাল্যবিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার পুলিশ নিয়ে সেখানে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।
এদিকে বর পার্শ্ববর্তী বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মিজান (৩০) প্রশাসনের উপস্থিতি টের পেয়ে লোকজনসহ বিয়ের আসর থেকে পালিয়ে যান।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার মেয়ের মা-বাবাকে ১০ হাজার টাকা জরিমানাসহ বাল্যবিয়ে না দেয়ার মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন এবং বাল্যবিয়ের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।