জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলুর অর্থায়নে সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কম্বল বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু।
কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকনের সভাপত্বিতে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন লাবলু, দপ্তর সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্যা খালিদ হোসেন লেবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, অগ্রণী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আমিনুল হক, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমর কুমার রায়, সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার মন্ডল, প্রশান্ত কুমার মিত্র, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ প্রমুখ।