কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুন্সী হাদিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, কাওছার মোল্যা, কালাম শরীফ, নওজেশ আলী খান, লুৎফর রহমান, তোতা মোল্যা, নির্মলেন্দু মজুমদার, বিল্লাল মুন্সীসহ পরিষদের নবনির্বাচিত সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।