জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শুক্লা রানী সেন (৩৮) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে বরইতলা-মুকসুদপুর সড়কের মহারাজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্লা রানী সেন উপজেলার বনগ্রামের খোকন সেনের মেয়ে ও লোহাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পিতা খোকন সেন জানান, বিকাল ৩টার দিকে শুক্লা রানী সেন তার তিন বছরের মেয়ে প্রাপ্তিকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বনগ্রাম বাজার থেকে একটি ইজিবাইকে চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। পথিমধ্যে মহারাজপুর নামক স্থানে পৌঁছলে ইজিবাইকের চাকায় শুক্লা রানীর ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শুক্লা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।