নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার থেকে গার্মেন্টসহ রপ্তানিমুখী সব শিল্প-কারখানা খোলার ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণার পর পরই রাজবাড়ী-মাদারীপুরের ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। শনিবার সকাল থেকেই ঘাটে ঢাকাফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
আমাদের প্রতিনিধি জানিয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সকাল থেকে প্রতিটা ফেরি ভরা-যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। এসব ফেরিতে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানছে না কেউ। অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, মাহেন্দ্র, অটোরিক্সায় গাদাগাদি করে দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে ফেরিঘাটে আসছে মানুষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, লকডাউনের কারণে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। সেই সুযোগে শত শত যাত্রী পারাপার হচ্ছে এই রুটে। ছোট বড় মিলে আটটি ফেরি চলাচল করছে দৌলতদিয়া ঘাটে। এছাড়াও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটেও রয়েছে মানুষের ভিড়।