,

কাশিয়ানীতে ‘কীটনাশক প্রয়োগে’ মাছ নিধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) উপজেলার পুইশুর গ্রামের রাজু সিকদারের মৎস্য ঘেরে এ কীটনাশক প্রয়োগের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন পুকুর মালিক জুয়েল মোল্যা।

মৎস্য খামারী রাজু সিকদার বলেন, ‘আমি দুই বছরের জন্য একটি পুকুর লীজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি। বৃহস্পতিবার সকালে পুকুরে মরা মাছ ভাসতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে সরেজমিনে গিয়ে মরা মাছ ভাসতে দেখি। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছ মারা গেছে। শত্রুতা করে কেউ কীটনাশক প্রয়োগ করেছেন।’ তবে, কে বা কারা এ কীটনাশক প্রয়োগ করেছে তা বলতে পারছেন না তিনি।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর