কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ পেয়েছেন।
কর্মক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা, পেশাগত জ্ঞান, কর্তব্যনিষ্ঠা, সদাচারণ ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১১ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাঁর হাতে সম্মাননা ক্রেস ও সনদপত্র তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম, পাঁচ উপজেলার ইউএনওসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
ইউএনও রথীন্দ্রনাথ রায় বলেন, জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য বিরাট প্রাপ্তি। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ। এ পুরস্কার আমাকে কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল করবে। ভাল কাজ ও মানুষের কল্যাণে কাজ করতে আগামী দিনে আরও উৎসাহ, অনুপ্রেরণা যোগাবে। এই প্রাপ্তি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব আরো সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।