,

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় ইসহাক মোল্যা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।

নিহত ইসহাক উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস ইসহাক মোল্যাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর