কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া ঘর পেল ১৩০ পরিবার।
আজ রোববার (২০ জুন) সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, সমাজসেবা কর্মকর্তা এম, এম ওয়াহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, প্রমুখ।